Durnibar Saha - Tumi Sondhyaro Meghomala - From "Achena Uttam" текст песни

Текст песни Tumi Sondhyaro Meghomala - From "Achena Uttam" - Durnibar Saha




তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা
মম শূন্যগগনবিহারী
আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা
তুমি আমারি, তুমি আমারি
মম অসীমগগনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
অয়ি সন্ধ্যাস্বপনবিহারী
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া
তুমি আমারি, তুমি আমারি
মম বিজনজীবনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা
মম মোহের স্বপন-অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ে
অয়ি মুগ্ধনয়নবিহারী
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে
তুমি আমারি, তুমি আমারি
মম জীবনমরণবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা



Авторы: Traditional, Rabindranath Tagore


Внимание! Не стесняйтесь оставлять отзывы.