Текст песни Chokher Bhasa Jodi - Male Version - Kumar Sanu , Mrinal Banerjee
চোখের
ভাষা
যদি
বুঝতে
পারি
না
বলা
কথা
যদি
শুনতে
পারি
চোখের
ভাষা
যদি
বুঝতে
পারি
না
বলা
কথা
যদি
শুনতে
পারি
তবে
করিনি
তো
ভুল
আমি
এক
চুল
তুমি
যে
আমার
ওগো
তুমি
যে
আমার
তুমি
আমার,
তুমি
আমার
তুমি
আমার,
তুমি
আমার
প্রেমের
ভাষা
সে
যে
একটি
ভাষা
ভালোবাসা
শুধু
ভালোবাসা
প্রেমের
ভাষা
সে
যে
একটি
ভাষা
ভালোবাসা
শুধু
ভালোবাসা
এ
যে
স্বর্গের
ফুল
এতে
নেই
কোন
ভুল
তুমি
যে
আমার
ওগো
তুমি
যে
আমার
তুমি
আমার,
তুমি
আমার
তুমি
আমার,
তুমি
আমার
যে
কথা
জানাও
তুমি
চোখের
ভাষায়
আমার
সে
কথাগুলি
গান
হয়ে
যায়
যে
কথা
জানাও
তুমি
চোখের
ভাষায়
আমার
সে
কথাগুলি
গান
হয়ে
যায়
আমি
গান
গেয়ে
তাই
সবারে
জানাই
তুমি
যে
আমার
ওগো
তুমি
যে
আমার
তুমি
আমার,
তুমি
আমার
তুমি
আমার,
তুমি
আমার
চোখের
ভাষা
যদি
বুঝতে
পারি
না
বলা
কথা
যদি
শুনতে
পারি
তবে
করিনি
তো
ভুল
আমি
এক
চুল
তুমি
যে
আমার
ওগো
তুমি
যে
আমার
তুমি
আমার,
তুমি
আমার
তুমি
আমার,
তুমি
আমার
Внимание! Не стесняйтесь оставлять отзывы.