Текст песни Shaon Rate Jodi - Subir Nandi
শাওন
রাতে
যদি
স্মরণে
আসে
মোরে
বাহিরে
ঝড়
বহে,
নয়নে
বারি
ঝরে
শাওন
রাতে
যদি
স্মরণে
আসে
মোরে
বাহিরে
ঝড়
বহে,
নয়নে
বারি
ঝরে
শাওন
রাতে
যদি
ভুলিয়ো
স্মৃতি
মম,
নিশীথ
স্বপনসম
ভুলিয়ো
স্মৃতি
মম,
নিশীথ
স্বপনসম
আঁচলের
গাঁথা
মালা
ফেলিয়ো
পথ
'পরে
বাহিরে
ঝড়
বহে,
নয়নে
বারি
ঝরে
শাওন
রাতে
যদি
ঝরিবে
পূবালী
বায়
গহন
দূর
বনে
রহিবে
চাহি
তুমি
একেলা
বাতায়নে
বিরহী
কুহু
কেকা
গাহিবে
নীপ-শাখে
যমুনা
নদী
পাড়ে
শুনিবে
কে
যেন
ডাকে
বিজলী
দীপ-শিখা
খুঁজিবে
তোমায়,
প্রিয়া
দু'হাতে
ঢেকো
আঁখি
যদি
গো
জলে
ভরে
বাহিরে
ঝড়
বহে,
নয়নে
বারি
ঝরে
শাওন
রাতে
যদি
স্মরণে
আসে
মোরে
শাওন
রাতে
যদি

Внимание! Не стесняйтесь оставлять отзывы.