Subir Nandi - Shaon Rate Jodi текст песни

Текст песни Shaon Rate Jodi - Subir Nandi




শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি
ভুলিয়ো স্মৃতি মম, নিশীথ স্বপনসম
ভুলিয়ো স্মৃতি মম, নিশীথ স্বপনসম
আঁচলের গাঁথা মালা ফেলিয়ো পথ 'পরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি
ঝরিবে পূবালী বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নে
বিরহী কুহু কেকা গাহিবে নীপ-শাখে
যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে
বিজলী দীপ-শিখা খুঁজিবে তোমায়, প্রিয়া
দু'হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
শাওন রাতে যদি



Авторы: Kazi Islam, Jagnmoy Mitra


Subir Nandi - Shedin Chilo Ki Godhuli Logon
Альбом Shedin Chilo Ki Godhuli Logon
дата релиза
19-09-2022




Внимание! Не стесняйтесь оставлять отзывы.