Tahsan - Priyo Oshukh текст песни

Текст песни Priyo Oshukh - Tahsan




আনমনে রাতের নিযুত তারায়
অদেখা এক মুখ এঁকে যায়
আনমনে রাতের নিযুত তারায়
অদেখা এক মুখ এঁকে যায়
একা আছি তবু নিঃসঙ্গ নই
চোখ বুজে তার সাথে কথা হয়
কত কাল ধরে যেন পরিচয়
ভাবতেই ভালোবাসি
এই তো বেশ আছি
না দেখেও কাছাকাছি
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ
হলে হবো একঘরে
তার সাথে অন্তরে
অন্তর কথা বলুক
সে আমার প্রিয় অসুখ
হয়তো এই শহরে
কতদিন আর কত বার
বুঝতে পারি নি
পাশ কেটে গেছি তাই
পুড়েছি একই রোদে ঘোর বরষায়
ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায়
পুড়েছি একই রোদে ঘোর বরষায়
ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায়
কবে হবে তার সাথে জানাশোনা
মনে চলে সুখ - সুখ দোটানা
আশেপাশেই বুঝি তার আনাগোনা
ভাবতেই ভালোবাসি
এইতো বেশ আছি
না দেখেও কাছাকাছি
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ
হলে হবো একঘরে
তার সাথে অন্তরে
অন্তর কথা বলুক
সে আমার প্রিয় অসুখ
আনমনে রাতের নিযুত তারায়
অদেখা এক মুখ এঁকে যায়
আনমনে রাতের নিযুত তারায়
অদেখা এক মুখ এঁকে যায়
একা আছি তবু নিঃসঙ্গ নই
চোখ বুজে তার সাথে কথা হয়
কত কাল ধরে যেন পরিচয়
ভাবতেই ভালোবাসি
এই তো বেশ আছি
না দেখেও কাছাকাছি
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ
নাগরিক ক্লান্তিতে
সাদা মাটা শান্তিতে
তার কাছে মন পড়ে থাকুক
সে আমার প্রিয় অসুখ
এই তো বেশ আছি
না দেখেও কাছাকাছি
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ
হলে হবো একঘরে
তার সাথে অন্তরে
অন্তর কথা বলুক
সে আমার প্রিয় অসুখ




Tahsan - Priyo Oshukh
Альбом Priyo Oshukh
дата релиза
26-12-2016




Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}