Arnob - Brishti Raatey - traduction des paroles en russe

Paroles et traduction Arnob - Brishti Raatey




বৃষ্টি রাতে গানের মাটি ভেসে
বৃষ্টি রাতে গানের মাটি ভেসে
চাঁদ চলেছে অনেক দূর দেশে
চাঁদ চলেছে অনেক দূর দেশে
থমকে থাকা ধোঁয়াটে এসাজে
থমকে থাকা ধোঁয়াটে এসাজে
জমাট বাঁধা পুরনো সুর বাজে
জমাট বাঁধা পুরনো সুর বাজে
চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা
চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা
অনেক কথা জেনেও হয় না জানা
অনেক কথা জেনেও হয় না জানা
সময় শুধু মোমের মত পোড়ে
সময় শুধু মোমের মত পোড়ে
ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে
ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে
হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়া গানে
হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়া গানে
এমন রাতে ডাকিস যদি তুই
এমন রাতে ডাকিস যদি তুই
হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়া গানে
হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়া গানে
এমন রাতে ডাকিস যদি তুই
এমন রাতে ডাকিস যদি তুই
অনেক দূরে চাঁদ হাসে যেখানে
অনেক দূরে চাঁদ হাসে যেখানে
পুরনো সুর দুহাত ভরে ছুঁই
পুরনো সুর দুহাত ভরে ছুঁই
অনেক দূরে চাঁদ হাসে যেখানে
অনেক দূরে চাঁদ হাসে যেখানে
পুরনো সুর দুহাত ভরে ছুঁই
পুরনো সুর দুহাত ভরে ছুঁই
বৃষ্টি রাতে গানের মাটি ভেসে
বৃষ্টি রাতে গানের মাটি ভেসে
চাঁদ চলেছে অনেক দূর দেশে
চাঁদ চলেছে অনেক দূর দেশে
থমকে থাকা ধোঁয়াটে এসাজে
থমকে থাকা ধোঁয়াটে এসাজে
জমাট বাঁধা পুরনো সুর বাজে
জমাট বাঁধা পুরনো সুর বাজে
চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা
চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা
অনেক কথা জেনেও হয় না জানা
অনেক কথা জেনেও হয় না জানা
সময় শুধু মোমের মত পোড়ে
সময় শুধু মোমের মত পোড়ে
ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে
ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে
ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে
ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে
সময় শুধু মোমের মত পোড়ে
সময় শুধু মোমের মত পোড়ে
অনেক কথা জেনেও হয় না জানা
অনেক কথা জেনেও হয় না জানা
চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা...
চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা...





Writer(s): Arnob


Attention! N'hésitez pas à laisser des commentaires.