Arnob - Chaina Bhabish - traduction des paroles en russe

Paroles et traduction Arnob - Chaina Bhabish




চাইনা ভাবিস কথার রাজা আমি একা
চাইনা ভাবিস কথার রাজা আমি একা
আমার কথায় কান্না পাওয়া রাত্রি জাগা।
আমার কথায় কান্না পাওয়া রাত্রি জাগা।
চাইনা এমন স্পষ্ট কথার খামখেয়ালী
চাইনা এমন স্পষ্ট কথার খামখেয়ালী
চাইনা তোদের স্বপ্ন দেখার রঙ্গীন ডালি।
চাইনা তোদের স্বপ্ন দেখার রঙ্গীন ডালি।
গাছের পাতা আলো ছায়ার তালে তালে
গাছের পাতা আলো ছায়ার তালে তালে
গল্প শোনায় ঘাস ফুলেদের কানে কানে।
গল্প শোনায় ঘাস ফুলেদের কানে কানে।
গাছের পাতা আলো ছায়ার তালে তালে
গাছের পাতা আলো ছায়ার তালে তালে
গল্প শোনায় ঘাস ফুলেদের কানে কানে।
গল্প শোনায় ঘাস ফুলেদের কানে কানে।
তারার মেলা রাত্রি জেগে গল্প করে
তারার মেলা রাত্রি জেগে গল্প করে
খোপায় মেঠো স্বপ্ন বুনে একলা চলে।
খোপায় মেঠো স্বপ্ন বুনে একলা চলে।
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?
চাইনা কথা মেঘলা মনে লজ্জা রাঙ্গা
চাইনা কথা মেঘলা মনে লজ্জা রাঙ্গা
কেন আবার আপোষ করে নিয়ম ভাঙ্গা।
কেন আবার আপোষ করে নিয়ম ভাঙ্গা।
চাইনা আমি গান শোনাতে কাউকে তোদের,
চাইনা আমি গান শোনাতে কাউকে তোদের,
আমি এখন শুনব বসে গল্প ওদের।
আমি এখন শুনব বসে গল্প ওদের।
মিশে যাবে ওদের কথা চুপ কথা মন,
মিশে যাবে ওদের কথা চুপ কথা মন,
চাঁদ ডোবাজল ভাবনাগুলো করবে সহজ।
চাঁদ ডোবাজল ভাবনাগুলো করবে সহজ।
মিশে যাবে ওদের কথা চুপ কথা মন,
মিশে যাবে ওদের কথা চুপ কথা মন,
চাঁদ ডোবাজল ভাবনাগুলো করবে সহজ।
চাঁদ ডোবাজল ভাবনাগুলো করবে সহজ।
চুপটি করে তাইত ওদের শুনতে থাকি
চুপটি করে তাইত ওদের শুনতে থাকি
আমার কথা তোদের জন্য জমিয়ে রাখি।
আমার কথা তোদের জন্য জমিয়ে রাখি।
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?





Writer(s): arnob, shahana bajpei


Attention! N'hésitez pas à laisser des commentaires.