Kishore Kumar - Aadho Aalo Chhayte (From "Kalankini Kankabati") paroles de chanson

paroles de chanson Aadho Aalo Chhayte (From "Kalankini Kankabati") - Kishore Kumar




আধো আলো-ছায়াতে কিছু ভালোবাসাতে
আধো আলো-ছায়াতে কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার?
কারো নয় শুধু যে আমার
আধো আলো-ছায়াতে কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার?
কারো নয় শুধু যে আমার
আমারই আকাশে তুমি যে ধ্রুবতারা
তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা
আমারই আকাশে তুমি যে ধ্রুবতারা
তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা
জীবনে আর মরণে
আমি যে তোমার
আধো আলো-ছায়াতে কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার?
কারো নয় শুধু যে আমার
জোছনা ঢালা এই রাত যেন এমনি থাকে
প্রেমেরই স্বপ্নমহল যেন এমনি থাকে
জোছনা ঢালা এই রাত যেন এমনি থাকে
প্রেমেরই স্বপ্নমহল যেন এমনি থাকে
আমি আলো হয়ে আসবো, হোকনা অন্ধকার
আধো আলো-ছায়াতে কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার?
কারো নয় শুধু যে আমার
আমি যা চেয়েছি তুমি তা দিয়েছো ঢেলে
মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে
আমি যা চেয়েছি তুমি তা দিয়েছো ঢেলে
মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে
তুমি ডাকলে, কাছে থাকলে
ভয় নেই হারিয়ে যাবার
আধো আলো-ছায়াতে কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার?
কারো নয় শুধু যে আমার
আধো আলো-ছায়াতে কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার?
কারো নয় শুধু যে আমার
কারো নয় শুধু যে আমার
কারো নয় শুধু যে আমার



Writer(s): r.d. burman


Attention! N'hésitez pas à laisser des commentaires.