paroles de chanson Aaj Theke Aar Bhalobasar - Kishore Kumar
আজ
থেকে
আর
ভালোবাসার
নাম
নেব
না
আমি
। জেনো
আজ
থেকে
আর
ভালোবাসার
নাম
নেব
না
আমি
।
তারে
দিয়েছিলাম
যা
কিছু
তা
আমার
চেয়ে
দামী
নাম
নেব
না
আমি
।
আপন
ভেবে
যারে
আমি
দিয়েছিলাম
মন
পরের
মত
চেয়ে
আছে
সে
আমার
আপনজন
।
আপন
ভেবে
যারে
আমি
দিয়েছিলাম
মন
পরের
মত
চেয়ে
আছে
সে
আমার
আপনজন
।
ধেয়ে
গেলাম
শেষে
দেখি
আমার
কাছে
আমি
নাম
নেব
না
আমি
।
জেনো
আজ
থেকে
আর
ভালোবাসার
নাম
নেব
না
আমি
।
তোমার
যাওয়ার
পথে
আমার
ফাগুন
চলে
যায়
।
নিভে
যাওয়া
আলোর
বুকে
সে
আগুন
রয়ে
যায়
।
কেমন
করে
তোমার
কথা
ভুলে
যাব
আমি
।
নাম
নেব
না
আমি
।
জেনো
আজ
থেকে
আর
ভালোবাসার
নাম
নেব
না
আমি
।
1 Aamar Swapna Je (From "Anusandhan")
2 Aadho Aalo Chhayte (From "Kalankini Kankabati")
3 Mon Janala Khule Dena
4 Tomay Porechhe Mone
5 Se Jeno Aamar Pashe
6 O Amar Sajani Go (From "Swarna Trisha")
7 Dhale Jete Jete (From "Lal Kuthi")
8 Aaj Theke Aar Bhalobasar
9 Ei To Jiban (From "Ogo Badhu Sundari")
10 Naari Charitra Bejaay Jatil (From "Ogo Badhu Sundari")
11 Aamaar Naam Antony (From "Mother")
Attention! N'hésitez pas à laisser des commentaires.