Kishore Kumar - Aaj Theke Aar Bhalobasar paroles de chanson

paroles de chanson Aaj Theke Aar Bhalobasar - Kishore Kumar



আজ থেকে আর ভালোবাসার নাম নেব না আমি জেনো আজ থেকে আর ভালোবাসার নাম নেব না আমি
তারে দিয়েছিলাম যা কিছু
তা আমার চেয়ে দামী
নাম নেব না আমি
আপন ভেবে যারে আমি
দিয়েছিলাম মন
পরের মত চেয়ে আছে
সে আমার আপনজন
আপন ভেবে যারে আমি
দিয়েছিলাম মন
পরের মত চেয়ে আছে
সে আমার আপনজন
ধেয়ে গেলাম শেষে দেখি আমার কাছে আমি
নাম নেব না আমি
জেনো আজ থেকে আর ভালোবাসার নাম নেব না আমি
তোমার যাওয়ার পথে আমার ফাগুন চলে যায়
নিভে যাওয়া আলোর বুকে সে আগুন রয়ে যায়
কেমন করে তোমার কথা ভুলে যাব আমি
নাম নেব না আমি
জেনো আজ থেকে আর ভালোবাসার নাম নেব না আমি



Writer(s): mukul dutta


Kishore Kumar - Bengali Best Ever Songs of Kishore Kumar, Vol. 1




Attention! N'hésitez pas à laisser des commentaires.