Dia - Mor Ghumoghore Ele Manohar текст песни

Текст песни Mor Ghumoghore Ele Manohar - Dia




মোর ঘুম ঘোরে এলে মনহর
নম নম নম নম নম নম
মোর ঘুম ঘোরে এলে মনহর
নম নম নম নম নম নম
শ্রাবন মেঘে নাচে নটবর
শ্রাবন মেঘে নাচে নাচে নাচে
শ্রাবন মেঘে নাচে নটবর
ঝমঝম রমঝম ছমঝম
মোর ঘুম ঘোরে এলে ঘুম ঘোরে
ঘুম ঘোরে এলে মনহর
শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন
শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন
শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু
নিপসম নিরুপম মনরম
মোর ঘুম ঘোরে এলে মনহর
মোর ফুল বনে ছিল যত ফুল
মোর ফুল বনে ছিল যত ফুল
ধরি ডালি দিনু ঢালি
দেবতা মোর দেবতা মোর দেবতা মোর
হায় নিলে না সে ফুল
হায় নিলে না সে ফুল
ছি ছি বে ভুল
নিলে তুলি খোঁপা খুলি কুসুম দোল
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম
মোর ঘুম ঘোরে এলে মনহর



Авторы: Kazi Nazrul Islam



Внимание! Не стесняйтесь оставлять отзывы.