Pijushkanti Sarkar - Sakarun Benu Bajaye текст песни

Текст песни Sakarun Benu Bajaye - Pijushkanti Sarkar




সকরুণ বেণু বাজায়ে কে যায়, কে যায় বিদেশী নায়ে
তাহারি রাগিণী লাগিল, লাগিল গায়ে
সে সুর বাহিয়া ভেসে আসে কার সুদূর বিরহবিধুর হিয়ার
অজানা বেদনা, সাগরবেলার অধীর বায়ে
বনের ছায়ে
সকরুণ বেণু বাজায়ে কে যায়, কে যায় বিদেশী নায়ে
তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে
শরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে
ছবি মনে আনে আলোতে গীতে, যেন জনহীন নদীপথটিতে
কে চলেছে জলে কলস ভরিতে অলস পায়ে
বনের ছায়ে
সকরুণ বেণু বাজায়ে কে যায়, কে যায় বিদেশী নায়ে



Авторы: Rabindranath Tagore



Внимание! Не стесняйтесь оставлять отзывы.