Pijushkanti Sarkar - Ami Je Gaan Gaai текст песни

Текст песни Ami Je Gaan Gaai - Pijushkanti Sarkar




আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে
আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে
যবে জাগে মনে
যবে জাগে মনে অকারণে চঞ্চল হাওয়ায়
প্রবাসী পাখি উড়ে যায়
সুর যায় ভেসে কার উদ্দেশে
আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে
ওই মুখপানে চেয়ে দেখি
তুমি সে কি অতীত কালের স্বপ্ন এলে
নূতন কালের বেশে
ওই মুখপানে চেয়ে দেখি
তুমি সে কি অতীত কালের স্বপ্ন এলে
নূতন কালের বেশে
কভু জাগে মনে
কভু জাগে মনে আজও যে জাগে নি জীবনে
গানের খেয়া সে মাগে আমার তীরে এসে
আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে
আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে



Авторы: Rabindranath Tagore



Внимание! Не стесняйтесь оставлять отзывы.