Pijushkanti Sarkar - Aamar Je Din Bhese Gechhe текст песни

Текст песни Aamar Je Din Bhese Gechhe - Pijushkanti Sarkar




আমার যে দিন ভেসে গেছে চোখের জলে
আমার যে দিন ভেসে গেছে
তারি ছায়া পড়েছে শ্রাবণগগনতলে
যে দিন ভেসে গেছে চোখের জলে
আমার যে দিন ভেসে গেছে
সে দিন যে রাগিণী গেছে থেমে
অতল বিরহে নেমে গেছে থেমে
সে দিন যে রাগিণী গেছে থেমে
অতল বিরহে নেমে গেছে থেমে
আজি পুবের হাওয়ায় হাওয়ায়
হায় হায় হায় রে
কাঁপন ভেসে চলে
আমার যে দিন ভেসে গেছে চোখের জলে
আমার যে দিন ভেসে গেছে
নিবিড় সুখে মধুর দুখে জড়িত ছিল সেই দিন
দুই তারে জীবনের বাঁধা ছিল বীন
তার ছিঁড়ে গেছে কবে
তার ছিঁড়ে গেছে কবে
একদিন কোন হাহারবে
তার ছিঁড়ে গেছে কবে
সুর হারায়ে গেল পলে পলে
আমার যে দিন ভেসে গেছে চোখের জলে
আমার যে দিন ভেসে গেছে



Авторы: Rabindranath Tagore



Внимание! Не стесняйтесь оставлять отзывы.