Pijushkanti Sarkar - Tomari Naam Bolbo текст песни

Текст песни Tomari Naam Bolbo - Pijushkanti Sarkar




তোমারি নাম বলব, আমি বলব নানা ছলে
তোমারি নাম বলব, আমি বলব নানা ছলে
আমি বলব একা বসে আপন মনের ছায়াতলে
তোমারি নাম বলব
বলব বিনা ভাষায়, বলব বিনা আশায়
বলব বিনা ভাষায়, বলব বিনা আশায়
বলব মুখের হাসি দিয়ে, বলব চোখের জলে
তোমারি নাম বলব
বিনা প্রয়োজনের ডাকে ডাকব তোমার নাম
সেই ডাকে মোর শুধু শুধুই পূরবে মনস্কাম
বিনা প্রয়োজনের ডাকে ডাকব তোমার নাম
সেই ডাকে মোর শুধু শুধুই পূরবে মনস্কাম
শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে
শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে
বলতে পারে এই সুখেতেই মায়ের নাম সে বলে
তোমারি নাম বলব, আমি বলব নানা ছলে
তোমারি নাম বলব, আমি বলব নানা ছলে
আমি বলব একা বসে আপন মনের ছায়াতলে
তোমারি নাম বলব



Авторы: Rabindranath Tagore



Внимание! Не стесняйтесь оставлять отзывы.