Pijushkanti Sarkar - Tumi Ektu Kebol Baste Diyo текст песни

Текст песни Tumi Ektu Kebol Baste Diyo - Pijushkanti Sarkar




তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক তরে
আজি হাতে আমার যা কিছু কাজ আছে
আমি সাঙ্গ করব পরে
তুমি একটু কেবল বসতে দিয়ো
না চাহিলে তোমার মুখপানে
হৃদয় আমার বিরাম নাহি জানে
না চাহিলে তোমার মুখপানে
হৃদয় আমার বিরাম নাহি জানে
কাজের মাঝে ঘুরে বেড়াই যত
ফিরি কূলহারা সাগরে
তুমি একটু কেবল বসতে দিয়ো
বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে
এল আমার বাতায়নে
অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে
ফেরে কুঞ্জের প্রাঙ্গণে
বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে
এল আমার বাতায়নে
অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে
ফেরে কুঞ্জের প্রাঙ্গণে
আজকে শুধু একান্তে আসীন
চোখে চোখে চেয়ে থাকার দিন
আজকে শুধু একান্তে আসীন
চোখে চোখে চেয়ে থাকার দিন
আজকে জীবন-সমর্পণের গান
গাব নীরব অবসরে
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক তরে
আজি হাতে আমার যা কিছু কাজ আছে
আমি সাঙ্গ করব পরে
তুমি একটু কেবল বসতে দিয়ো



Авторы: Rabindranath Tagore



Внимание! Не стесняйтесь оставлять отзывы.