Lyrics Ekla Ekla (From "Chhaya O Chhobi") - Shreya Ghoshal
একলা
আজ
ভালোই
আছি
সরে
সরে
একলা
গাছ
একলা
এই
প্রান্তরে
রাগ
তো
আমার
নেই
আমার
ভিড়কে
বড়
ভয়
অন্ধকারের
গা
ঘেষে
তাই
বসতে
ইচ্ছে
হয়
জোনাকিদের
দেশে
আমার
মনটা
কেমন
করে
তুমি
ভাবছো
সবটাই
রাগ
করে
রাগ
করে
একলা
একলা
একলা
একলা
আজ
ভালোই
আছি
সরে
সরে
একলা
গাছ
একলা
এই
প্রান্তরে
পা-এর
নখের
মাটি
জানে
সে
গল্প
কতটা
দূরে
মন
যেতে
পেরেছে
শরীর
কত
অল্প
পা
এর
নখের
মাটি
জানে
সে
গল্প
কতটা
দূরে
মন
যেতে
পেরেছে
শরীর
কত
অল্প
আগুন
নিজে
পোড়ে
নাকি
পুড়িয়ে
দেওয়ার
ঠিকে
তোমায়
ভোলা
সহজ
হবে
পালালে
কোন
দিকে?
আগুন
নিজে
পোড়ে
নাকি
পুড়িয়ে
দেওয়ার
ঠিকে
তোমায়
ভোলা
সহজ
হবে
পালালে
কোন
দিকে?
ভাবনারা
সব
মেঘ
হয়ে
যায়
ছু-মন্তরে,
মন্তরে
একলা-একলা-একলা
একলা-একলা-একলা
একলা
আজ
ভালোই
আছি
সরে
সরে
একলা
গাছ
একলা
এই
প্রান্তরে
রাগ
তো
আমার
নেই
আমার
ভিড়কে
বড়
ভয়
অন্ধকারের
গা
ঘেষে
তাই
বসতে
ইচ্ছা
হয়
জোনাকিদের
দেশে
আমার
মনটা
কেমন
করে
তুমি
ভাবছো
সবটাই
রাগ
করে
রাগ
করে
একলা
একলা
একলা
1 Chawl Raastaye (From "Autograph")
2 Eito Ami Chai (From "Hemlock Society")
3 Ajana Kono Golpo Bole (From "Iti Mrinalini")
4 Bishe Bishe(From "Iti Mrinalini")
5 Ekla Ekla (From "Chhaya O Chhobi")
6 Katakuti Khela (From "Zulfiqar")
7 Rimjhim a Dharate Sad Version
8 Uthche Jege Shokalgulo (From "Autograph")
9 Gobhire Jao (From "Baishey Srabon")
10 Ekla Akaash (From "Ekla Akash")
11 Ghoom Ghoom Oi Chokhe (From "Romeo")
12 O My Love (From "Amanush")
Attention! Feel free to leave feedback.