Pijushkanti Sarkar - Jiban Jakhan Chhilo paroles de chanson

paroles de chanson Jiban Jakhan Chhilo - Pijushkanti Sarkar




জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত
জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত
জীবন যখন ছিল ফুলের মতো
বসন্তে সে হত যখন দাতা
ঝরিয়ে দিত দু'-চারটি তার পাতা
তবুও যে তার বাকি রইত কত
জীবন যখন ছিল ফুলের মতো
আজ বুঝি তার ফল ধরেছে, তাই
হাতে তাহার অধিক কিছু নাই
হেমন্তে তার সময় হল এবে
পূর্ণ করে আপনাকে সে দেবে
রসের ভারে তাই সে অবনত
জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত
জীবন যখন ছিল ফুলের মতো



Writer(s): Rabindranath Tagore



Attention! N'hésitez pas à laisser des commentaires.