Pijushkanti Sarkar - Baro Bedonar Mato paroles de chanson

paroles de chanson Baro Bedonar Mato - Pijushkanti Sarkar




বড়ো বেদনার মতো
বেজেছ তুমি হে আমার প্রাণে
বেদনার মতো
মন যে কেমন করে
মন যে কেমন করে
মনে মনে
তাহা মনই জানে
বড়ো বেদনার মতো
তোমারে হৃদয়ে করে
আছি নিশিদিন ধরে
চেয়ে থাকি আঁখি ভরে
মুখের পানে
বড়ো বেদনার মতো
বড়ো আশা, বড়ো তৃষা
বড়ো আকিঞ্চন তোমারি লাগি
বড়ো আশা
বড়ো সুখে, বড়ো দুখে
বড়ো অনুরাগে রয়েছি জাগি
জন্মের মতো আর
হয়ে গেছে যা হবার
ভেসে গেছে মন প্রাণ
মরণ টানে
বড়ো বেদনার মতো
বেজেছ তুমি হে আমার প্রাণে
বেদনার মতো



Writer(s): Rabindranath Tagore



Attention! N'hésitez pas à laisser des commentaires.