Pijushkanti Sarkar - Amar Bela Je Jay Sanjh paroles de chanson

paroles de chanson Amar Bela Je Jay Sanjh - Pijushkanti Sarkar




আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে
তোমার সাথে বারে বারে
হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়
তার বাঁধা কাছের সুরে
ওই বাঁশি যে বাজে দূরে
আমার তার বাঁধা কাছের সুরে
ওই বাঁশি যে বাজে দূরে
গানের লীলার সেই কিনারে
যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয় পারাবারে
রাগরাগিণীর জাল ফেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়



Writer(s): Rabindranath Tagore



Attention! N'hésitez pas à laisser des commentaires.