Pijushkanti Sarkar - Udasini Beshe Bideshini Ke Se paroles de chanson

paroles de chanson Udasini Beshe Bideshini Ke Se - Pijushkanti Sarkar




উদাসিনী বেশে বিদেশিনী কে সে
নাইবা, নাইবা তাহারে জানি
রঙে রঙে লিখা আঁকি মরীচিকা
মনে মনে ছবিখানি
নাইবা, নাইবা তাহারে জানি
পুবের হাওয়ায় তরীখানি তার
এই ভাঙা ঘাট কবে হল পার
পুবের হাওয়ায় তরীখানি তার
এই ভাঙা ঘাট কবে হল পার
দূর নীলিমার বক্ষে তাহার
উদ্ধত বেগ হানি
নাইবা, নাইবা তাহারে জানি
মুগ্ধ আলসে গণি একা বসে
পলাতকা যত ঢেউ
মুগ্ধ আলসে গণি একা বসে
পলাতকা যত ঢেউ
যারা চলে যায় ফেরে না তো হায়
পিছুপানে আর কেউ
মনে জানি কারো নাগাল পাব না
তবু যদি মোর উদাসী ভাবনা
কোনো বাসা পায় সেই দুরাশায়
গাঁথি সাহানায় বাণী
নাইবা, নাইবা তাহারে জানি
উদাসিনী বেশে বিদেশিনী কে সে
নাইবা, নাইবা তাহারে জানি



Writer(s): Rabindranath Tagore



Attention! N'hésitez pas à laisser des commentaires.