Pijushkanti Sarkar - Dekha Na Dekhay Mesha Hey paroles de chanson

paroles de chanson Dekha Na Dekhay Mesha Hey - Pijushkanti Sarkar




দেখা না-দেখায় মেশা হে, হে বিদ্যুৎলতা
কাঁপাও ঝড়ের বুকে একি ব্যাকুলতা, হায়
দেখা না-দেখায় মেশা হে, হে বিদ্যুৎলতা
কাঁপাও ঝড়ের বুকে একি ব্যাকুলতা, হায়
দেখা না-দেখায় মেশা হে
গগনে সে ঘুরে ঘুরে খোঁজে কাছে, খোঁজে দূরে
গগনে সে ঘুরে ঘুরে খোঁজে কাছে, খোঁজে দূরে
সহসা কী হাসি হাস, নাহি কহ কথা
কাঁপাও ঝড়ের বুকে একি ব্যাকুলতা, হায়
দেখা না-দেখায় মেশা হে
আঁধার ঘনায় শূন্যে, নাহি জানে নাম
কী রুদ্র সন্ধানে সিন্ধু দুলিছে দুর্দাম
আঁধার ঘনায় শূন্যে, নাহি জানে নাম
কী রুদ্র সন্ধানে সিন্ধু দুলিছে দুর্দাম
অরণ্য হতাশপ্রাণে আকাশে ললাট হানে
অরণ্য হতাশপ্রাণে আকাশে ললাট হানে
দিকে দিকে কেঁদে ফেরে কী দুঃসহ ব্যথা
কাঁপাও ঝড়ের বুকে একি ব্যাকুলতা, হায়
দেখা না-দেখায় মেশা হে, হে বিদ্যুৎলতা
কাঁপাও ঝড়ের বুকে একি ব্যাকুলতা, হায়
দেখা না-দেখায় মেশা হে



Writer(s): Rabindranath Tagore



Attention! N'hésitez pas à laisser des commentaires.